রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি ৩১ দফা : ব্যারিস্টার মানিক

| আপডেট :  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১  | প্রকাশিত :  ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫১

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার কাজী রহমান মানিক। 

শনিবার (১ ফেব্রুয়ারি) রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার জনমত গঠনের লক্ষ্যে তৃণমূলে লিফলেট বিতরণকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র সংস্কারের মূল ভিত্তি। এটি বাস্তবায়ন হলে মানুষ তার কথা বলার ও ভোটের অধিকার ফিরে পাবে। মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে। দেশে সন্ত্রাস-নৈরাজ্য থাকবে না। মানুষের মুখে হাসি ফুটবে। এই ৩১ দফায় মাটি ও মানুষের কথা তুলে ধরেছেন তারেক রহমান।

মানিক বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা হাজারো চেষ্টা করে বিএনপির নেতাকর্মীদের মনোবল ভাঙতে পারেনি। দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের সঠিক নেতৃত্বে বিএনপি এখন অত্যন্ত শক্তিশালী এবং সুসংগঠিত ও ঐক্যবদ্ধ।  

লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন- বালিয়াকান্দি উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান শাহিন, যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাহিদ হাসান রিপন, বর্তমান আহ্বায়ক সজল আহমেদ, সদস্য সচিব রফিকুজ্জামান লিটনসহ শতাধিক নেতাকর্মী।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত