ইজতেমায় বিদেশি মেহমানখানায় চায়ের মধ্যে সন্দেহজনক পাউডার, অতঃপর…
টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত খিত্তা থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে তাকে আটক করা হয়। টঙ্গী-পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তির নাম সাইফুল ইসলাম (৫০)। তার পিতার নাম মোঃ সাঈদ। তিনি রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরের নাসির উদ্দিন লেনের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিদেশি মেহমানদের জন্য নির্ধারিত জায়গায় চায়ের পাত্রের মধ্যে পাউডার জাতীয় পদার্থ মিশিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় সেখানে দায়িত্বরত মুসল্লিদের বিষয়টি নজরে আসে। এরপর সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পুলিশ কন্ট্রোল রুমে নিয়ে আসা হয়। পরে তাকে টঙ্গী পশ্চিম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ওসি জানান, সাইফুলের কাছ থেকে গুড়াজাতীয় সন্দেহজনক বস্তু উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
তিনি জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত