জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

| আপডেট :  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩  | প্রকাশিত :  ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:১৩

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি এস এম জয়নাল আবেদীনকে  গ্রেপ্তার করা হয়েছে। 

শনিবার ( ০১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় শহরের চিত্রলেখার মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সেখানে বেকারি ব্যবসা করতেন।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া।

তিনি বলেন, নাশকতার মামলায় সুনির্দিষ্ট অভিযোগের এজাহারনামীয় আসামি হওয়ায় জয়নাল আবেদীনকে গ্রেপ্তার করা হয়েছেন। তাকে দ্রুত আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, জয়নাল স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পর জেলার আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত