টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ধাপের প্রস্তুতি শুরু
গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম ধাপের আখেরি মোনাজাত সফলভাবে শেষ হওয়ার পর দ্বিতীয় ধাপের ইজতেমার প্রস্তুতি শুরু হয়েছে। তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম দলের নেতৃত্বে এ ধাপের আয়োজন চলছে।
রোববার (২ ফেব্রুয়ারি) দ্বিতীয় ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা আসতে শুরু করেছেন। এর আগে আখেরি মোনাজাত শেষে প্রথম ধাপের ইজতেমায় অংশগ্রহণকারী মুসল্লিরা মাঠ ত্যাগ করেন।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজাম মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানিয়েছেন, ময়দান দ্বিতীয় ধাপে অংশগ্রহণকারীদের জন্য প্রস্তুত করা হয়েছে।
এবারের ইজতেমায় অংশগ্রহণ করছে দেশের ২২টি জেলা। যার মধ্যে রয়েছে- যাত্রাবাড়ী, কেরানীগঞ্জ, মোহাম্মাদপুর, জামালপুর, সিলেট, সিরাজগঞ্জ, মেহেরপুর, কক্সবাজারসহ নানা অঞ্চল। এছাড়া বিদেশি মেহমানদের জন্য প্রস্তুত করা হয়েছে পৃথক তাঁবু, যেখানে ৭৬টি দেশ থেকে প্রায় ৩ হাজার ৫০ জন মেহমান উপস্থিত আছেন। দ্বিতীয় ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হবে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) বাদ ফজরের আম বয়ানের মাধ্যমে।
প্রথম ধাপের ইজতেমার আখেরি মোনাজাত শেষে তাবলিগ জামাতের স্বেচ্ছাসেবকরা দ্রুত মাঠ পরিষ্কার করেন এবং মাগরিবের আগেই কাজ সম্পন্ন করেন। আগামী ৩, ৪ ও ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে দ্বিতীয় ধাপের ইজতেমা, যার পর বিদেশি মেহমানরা নিজ নিজ দেশে ফিরে যাবেন।
এদিকে, বিদেশি মেহমানদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে ফরেন তাঁবুতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সাধারণ ডায়েরি করার ব্যবস্থা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) এনএম নাসিরুদ্দিন।
প্রথম ধাপের ইজতেমায় গত ৩১ জানুয়ারি ও ১, ২ ফেব্রুয়ারি মোট পাঁচজন মুসল্লি মৃত্যুবরণ করেন এবং প্রায় ৪০ লাখ মুসল্লি আখেরি মোনাজাতে অংশগ্রহণ করেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত