কলাবাগানে লুকিয়ে ছিলেন আ.লীগ নেতা আলীম

| আপডেট :  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯  | প্রকাশিত :  ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৫৯

পাবনা জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আব্দুল আলীমকে গ্রেপ্তার করা হয়েছে। 

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কলাবাগান থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মো. আব্দুল আলীম পাবনার ভাঙ্গুরা উপজেলার বাসিন্দা। তিনি কলাবাগান এলাকায় লুকিয়ে রয়েছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। এ সময় আব্দুল আলীমকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। তার বিরুদ্ধে পাবনায় মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। পরে এই আওয়ামী লীগ নেতাকে কলাবাগান থানায় হস্তান্তর করে র‌্যাব। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত