ছাত্র-জনতার ওপর হামলা, রংপুরে ছাত্রলীগ নেতা জাবেদ গ্রেপ্তার

| আপডেট :  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬  | প্রকাশিত :  ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা জাবেদ আহম্মেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে রংপুর নগরীর মেডিকেল মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহানগর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

জাবেদ কারমাইকেল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং রংপুর মহানগরীর খামারপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত নগরীর গণেশপুরের বাসিন্দা আবু সাঈদের দায়ের করা হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন এ ছাত্রলীগ নেতা।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রংপুর নগরীর টাউনহল এলাকা থেকে মিছিল নিয়ে কাচারী বাজারের দিকে যাওয়ার সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আন্দোলনকারীদের উপর লাঠিসোটা দিয়ে হামলা ও গুলি ছুড়তে থাকেন। হামলায় অনেকেই আহত হন। এদের মধ্যে আওয়ামী সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন গণেশপুরের বাসিন্দা আবু সাঈদ। এ ঘটনায় তিনি গত ৭ নভেম্বর ৬৫ জনের নাম উল্লেখ করে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলার আরও অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়।

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন রংপুর মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি সফিয়ার রহমান, সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মমতাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু প্রমুখ।

মহানগর কোতয়ালী থানার ওসি আতাউর রহমান বলেন,  গ্রেপ্তার হওয়া জাভেদকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আন্দোলনে সরাসরি অস্ত্র নিয়ে হামলা চালিয়েছিলেন তিনি। গুরুত্বপূর্ণ তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়ার জন্য বুধবার (১২ ফেব্রুয়ারি) আদালতে আবেদন করা হতে পারে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত