মিমের মন চোরা…
সামাজিক যোগাযোগমাধ্যমে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের বিশেষ এই দিনে তিনটি ছবি শেয়ার করেছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ছবিতে স্বামী সনি পোদ্দারের হাত ধরে মালদ্বীপের সমুদ্রের পাড়ে নুডল স্ট্র্যাপ দেওয়া লাল পোশাকে হাসোজ্জ্বল মিমকে হাঁটতে দেখা যায়। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুরু থেকেই তুমি আমার হৃদয় চুরি করেছ, শুভ ভালোবাসা দিবস।’
স্বামী সনি পোদ্দারের হাত ধরে মালদ্বীপের সমুদ্রের পাড়ে হাঁটছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম।
এর আগে ১৩ ফেব্রুয়ারি মিম তার স্বমীর সঙ্গে আরও তিনটি ছবি শেয়ার করেন নিজের ফেসবুকে পেজে। সেই ছবিতে তাদের দেখা যায় সমুদ্র পাড়ে চাঁদের আলোয় ক্যান্ডেল লাইট ডিনার করতে। যার ক্যাপশনে লিখেছেন, ‘চাঁদ তার সরলতায় আমাদের মুগ্ধ করে। শুভ ভালোবাসা দিবস।’
মালদ্বীপে সমুদ্র পাড়ে চাঁদের আলোয় ক্যান্ডেল লাইট ডিনারে মিম ও তার স্বামী সনি।
স্বামীকে নিয়ে মিম সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঘুরতে। যার ছবিও তিনি শেয়ার করেন নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে। এরপর জুড়ে দেন এমন মিষ্টি মিষ্টি ক্যাপশন। যা দেখে তার ভক্তরাও জানাতে থাকেন একের পর এক ভালোবাসার মতামত।
ছয় বছর প্রেমের পর ২০২২ সালের ৪ জানুয়ারি ব্যাংকার সনি পোদ্দারকে বিয়ে করেন বিদ্যা সিনহা মিম। এ বছরের ৪ জানুয়ারি এই জুগল তৃতীয় বিবাহবার্ষিকী পালন করেছেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত