নারায়ণগঞ্জের ওসমান পরিবারের ঘনিষ্ঠ জাপা নেতা আটক
নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির (জাপা) সহসভাপতি দেলোয়ার হোসেন প্রধানকে আটক করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে বন্দর ঘাট সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত দেলোয়ার হোসেন প্রধান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের পরিষদের (ইউপি) চেয়ারম্যান। বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সশস্ত্র হামলা, হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে একাধিক মামলায় দেলোয়ার হোসেন প্রধানকে আসামি করা হয়েছেন। মামলাগুলো যাচাই-বাছাই চলছে।
তিনি আরও বলেন, তাকে কোন মামলায় গ্রেপ্তার দেখানো হবে সে বিষয়ে কাজ চলছে। এ ছাড়া তিনি ওসমান পরিবারের ঘনিষ্ঠ ছিলেন।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত