মশাল প্রজ্বলনে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদ তিস্তা পাড়ের মানুষের
তিস্তার পানিবণ্টন চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচাই’ স্লোগানে ৪৮ ঘণ্টার কর্মসূচিতে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে দেশের সর্ব বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ এলাকায় ১১টি পয়েন্টে একসঙ্গে কয়েক লাখ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
এ সময় তারা ভারতীয় পানি আগ্রাসন মানি না, মানব না; পানির ন্যায্য হিস্যা দিতে হবে; তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করো- করতে হবেসহ বিভিন্ন স্লোগান দেয়।
তারা একতরফাভাবে পানি প্রত্যাহার করে তিস্তাকে শুকিয়ে মারার জন্য ভারতকে পানি আগ্রাসাী দাবি করে আন্তর্জাতিক আদালতে মামলা করে পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিও জানান। একইসঙ্গে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানানো হয়।
জানা গেছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা তীরবর্তী ১১টি স্থানে লাখ লাখ মানুষ ৪৮ ঘণ্টা ধরে লাগাতার অবস্থান করছে।
এ বিষয়ে তিস্তা নদীরক্ষা আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির কেন্দ্রীয় সদস্য হাসান রাজীব প্রধান বলেন, বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ তিস্তার চরে এসে মশাল জ্বালিয়ে প্রতিবাদ জানিয়েছে।
তিস্তা নদীর রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক আসাদুল হাবিব জানান, এ কর্মসূচির মাধ্যমে তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশ্ব জনমত তৈরির জন্য উপস্থাপন মাত্র। দাবি পূরণ না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে আন্দোলন চলবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত