স্কুল মাঠ যেন গরুর হাট

| আপডেট :  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮  | প্রকাশিত :  ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৮

ঠাকুরগাঁও হরিপুরের যাদুরানী বাজারে অবস্থিত নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন ধরে সীমানা প্রাচীর নির্মাণ না হওয়ায় স্কুল মাঠের একাংশ বাজারের অংশ হিসেবে ব্যবহার হচ্ছে। মাঠটি যেন গরুর হাটে পরিণত হয়েছে। 

সরেজমিনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে দেখা যায়, স্কুল মাঠে শিক্ষার্থীরা খেলাধুলা করছে, অন্যদিকে স্কুলের মাঠে বসানো বাজার থেকে গাড়িতে গরু উঠানো হচ্ছে। যাতে স্কুলে শিক্ষার পরিবেশ ব্যাহত হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষার্থী জানান, প্রতি মঙ্গলবার আমাদের মাঠে গরু উঠানো হয়। ফলে মাঠে নোংরা পরিবেশ তৈরি হয়। স্কুলে যদি সীমানা প্রাচীর নির্মাণ হয় তাহলে আমাদের এ সমস্যা আর হবে না।

এ বিষয়ে নন্দগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিক বলেন, সীমানা প্রাচীর নির্মাণে বরাদ্দ এসেছে, তবে কিছু জটিলতার কারণে কাজ শুরু করতে বিলম্ব হচ্ছে। আশা করছি সীমানা প্রাচীর নির্মাণ হলে এ সমস্যাটি আর থাকবে না।

উপজেলা শিক্ষা অফিসার সুলতান সালাহ উদ্দিন কালবেলাকে জানান, স্কুলটির সীমানা প্রাচীর নির্মাণে বরাদ্দ এসেছে। প্রকৌশলীকে বলেছি দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট করতে। আশা করছি, খুব দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত