‘নতুন স্বাধীনতা এক সরকারের পতন করে আরেক সরকার বসাতে ঘটেনি’

| আপডেট :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮  | প্রকাশিত :  ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীনতা কেবল একটি সরকার পতন করে আরেকটি সরকার বসানোর জন্যই ঘটেনি। জনগণ এই রাষ্ট্রের আষ্টেপৃষ্ঠে জেঁকে বসা ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা থেকে এই অভ্যুত্থানে সাড়া দিয়েছিল।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে নাহিদ ইসলাম এসব কথা বলেন।

বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে নাহিদ বলেন, ‘আজ এক ঐতিহাসিক মুহূর্তে আমরা এখানে অবস্থান করছি। আজ আমরা আমাদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণা করেছি। আজকের এই মঞ্চে দাঁড়িয়ে আমরা কেবল সামনের কথা বলতে চাই। আমরা পেছনের ইতিহাসকে অতিক্রম করে একটি সামনের সম্ভাবনার বাংলাদেশের কথা বলতে চাই। সেই স্বপ্নের বাস্তবায়নের লক্ষ্যেই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি।’

আগের সরকারের সব ষড়যন্ত্র ভেঙে দিয়েছেন উল্লেখ করে এনসিপির আহ্বায়ক বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, ‘তুমি কে, আমি কে, বিকল্প, বিকল্প’। আজ সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে বিভাজনের রাজনীতি তৈরি করে জনগণকে দুর্বল করে, রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে সবাই এক হয়ে ভেঙে দিয়েছি।’

ভারত-পাকিস্তান বলয়ের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা এই মঞ্চ থেকে শপথ করতে চাই, বাংলাদেশকে আর কখনোই বিভাজিত করা যাবে না। বাংলাদেশে ভারতপন্থী, পাকিস্তানপন্থী কোনো রাজনীতির ঠাঁই হবে না। আমরা বাংলাদেশকে সামনে রেখে, বাংলাদেশের জনগণের স্বার্থকে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে রাজনীতি এবং রাষ্ট্র বিনির্মাণ করব।’

এরপর নতুন বাংলাদেশ নিয়ে লিখিত আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন নাহিদ ইসলাম।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত