গাজীপুরে বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ

| আপডেট :  ০১ মার্চ ২০২৫, ০৩:৪০  | প্রকাশিত :  ০১ মার্চ ২০২৫, ০৩:৪০

গাজীপুরের টঙ্গী-আব্দুল্লাহপুরে সংযুক্ত স্থলে নতুন ব্রিজ তৈরি করার দাবিতে বাজার ব্যবসায়ী ও এলাকাবাসী ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ।

শনিবার (১ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে থেকে ৪০মিনিট ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গি ফ্লাইওভারের উপরে এই কর্মসূচি পালন করা হয়। অবরোধের সময় বিআরটি ফ্লাইওভারের উপরে আটকা পড়ে যানবাহন।

ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, এই ফ্লাইওভারের নিচে বেইলি ব্রিজটি একটি পাথরবোঝাই ওভারলোডের কারণে ভেঙে যায়। তারপর থেকেই স্থানীয় এলাকাবাসী ও ব্যবসায়ীরা ফ্লাইওভারের নিচ দিয়ে তাদের পণ্য আনা-নেওয়া ও চলাচল করতে পারেন না। অবিলম্বে এ বেইলি ব্রিজ নির্মাণের দাবি তাদের। গাজীপুর সড়ক বিভাগ দ্রুত এই বেইলি ব্রিজ নির্মাণের আশ্বাস দিলে ভুক্তভোগীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত