আইইবি রাজশাহী কেন্দ্রের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

| আপডেট :  ০৮ মার্চ ২০২৫, ০৩:৩০  | প্রকাশিত :  ০৮ মার্চ ২০২৫, ০৩:৩০

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি), রাজশাহী কেন্দ্রের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৭ মার্চ) রাজশাহী শহরের উপশহরস্থ আইইবি রাজশাহী কেন্দ্রের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। 

তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রমজানের শিক্ষাকে ধারণ করে সকল প্রকৌশলীকে জনসেবায় অবদান রাখতে হবে।

আইইবি রাজশাহী কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী সরদার আনিছুর রহমান রানার সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ রবিউল ইসলাম সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতি সব প্রকৌশলীকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। 

অনুষ্ঠানের শেষের দিকে হাফেজ মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। 

অনুষ্ঠানে আইবি রাজশাহী কেন্দ্রের ভাইস চেয়ারম্যান (এডমিন) প্রকৌশলী মো মনিরুজ্জামান মনির, ভাইস চেয়ারম্যান (একাডেমিক) প্রকৌশলী মো. আব্দুর রশিদসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের বরেণ্য সব প্রকৌশলীরা উপস্থিত ছিলেন। পরিশেষে সবার অংশগ্রহণে ইফতার ও মাগরিবের নামাজ আদায়ের পর অনুষ্ঠানের শেষ হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত