মহাখালীর সাততলা বস্তিতে আগুন
| আপডেট : ১২ মার্চ ২০২৫, ০৫:১৯
| প্রকাশিত : ১২ মার্চ ২০২৫, ০৫:১৯
রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৩টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, ভোর ৩টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পৌনে পাঁচটার মধ্যে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে আরও তিনটি ইউনিট যোগ হয়। মোট আটটি ইউনিট একত্রে কাজ করে।
পরে ভোর ৫টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত