মুন্সীগঞ্জে রাষ্ট্রপতির পদত্যাগসহ ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
| আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:১৭
| প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২৪, ০৯:১৭
মুন্সীগঞ্জে ছাত্রলীগকে নিষিদ্ধ ও ‘ফ্যাসিবাদের দোসর’ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের পদত্যাগসহ ৫ দফা দাবিতে বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজনে বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরস্থ সুপার মার্কেট এলাকা থেকে একটি মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কাচারি শহীদ মিনারের সামনে একটি সমাবেশ হয়।
দাবিগুলোর মধ্যে অন্যতম হলো ১৯৭২ এর সংবিধান বিলুপ্ত করে নতুন সংবিধান সংশোধন করার দাবি, ছাত্রলীগকে ১ সপ্তাহের মধ্যে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ও রাষ্ট্রপতিকে ১ সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে হবে।
সমাবেশে শিক্ষার্থীরা ৫ দফা দাবির নিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত