৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের কমিটি অবাঞ্ছিত ঘোষণা

| আপডেট :  ২৫ মার্চ ২০২৫, ০৪:৫১  | প্রকাশিত :  ২৫ মার্চ ২০২৫, ০৪:৫১

সদ্য ঘোষিত রাজধানীর ছয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। 

সোমবার (২৪ মার্চ) জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি শাখা কমিটি ঘোষণা করেন। 

কমিটিতে ত্যাগী এবং যোগ্য কর্মীদের মূল্যায়ন করা হয়নি এমন দাবি করে সোমবার রাত সাড়ে ১০টায় গুলশান বিএনপির কার্যালয়ের সামনে বিক্ষোভ জানান পদবঞ্চিত নেতাকর্মীরা। তাদের দাবি, কমিটির কারো কারো বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে। 

বিক্ষোভে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৌরভ শেখ বলেন, ঘোষিত কমিটিতে ছাত্রলীগের পুনর্বাসন, অছাত্র ও টাকার বিনিময়ে পকেট কমিটি করা হয়েছে। 

তিনি আরো বলেন, ২৪ ঘণ্টার ভেতর এই অবৈধ কমিটি স্থগিত করতে হবে।

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ইমরান বলেন, যাদের সঙ্গে আগে আওয়ামীদের সঙ্গে আঁতাত ছিল। তাদেরকে ফোন দিয়ে খোঁজ নিত। তাদের দিয়ে কমিটি করা হয়েছে। যোগ্যদের মূল্যায়ন করা হয়নি কমিটিতে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত