রাস্তা পার হওয়ার সময় স্বামী-স্ত্রী নিহত

| আপডেট :  ৩০ মার্চ ২০২৫, ০৩:৩১  | প্রকাশিত :  ৩০ মার্চ ২০২৫, ০৩:৩১

টাঙ্গাইলে রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছে তাদের ছেলে।

শনিবার (২৯ মার্চ) রাত সোয়া ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতি উপজেলার পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের মৃত নোয়া দাসের ছেলে রঞ্জিত দাস (৫০), তার স্ত্রী বন্দনা দাস (৪০)। আহত ছেলের নাম দিবস দাস (৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাতে স্বামী-স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পৌলী রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা মারা যান। গুরুতর আহত হন স্বামী ও সন্তান। পরে স্থানীয়রা আহত রঞ্জিত ও তার ছেলে দিবসকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে রঞ্জিত মারা যান।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো. শরীফ বলেন, ‘রাতে মহাসড়কের পৌলী এলাকায় রাস্তার ওপর মরদেহ পড়ে রয়েছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসি। অপর একজন হাসপাতালে মারা যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত