মস্কোতে ‘মাস্তুল’

| আপডেট :  ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৭  | প্রকাশিত :  ০৩ এপ্রিল ২০২৫, ০৬:০৭

বিশ্বের অন্যতম জনপ্রিয় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে বাংলাদেশের ছবি ‘মাস্তুল’। এটি পরিচালনা করেছেন মোহাম্মদ নূরুজ্জামান।

এর আগে ৪৪তম আসরে যুবরাজ শামীমের ‘আদিম’, ৪৫তম আসরে নূরুল আলম আতিকের ‘পেয়ারার সুবাস’ এবং ৪৬তম আসরে আসিফ ইসলামের ‘নির্বাণ’ এই উৎসবে নির্বাচিত ও প্রদর্শিত হয়। এর মধ্যে ‘আদিম’ চলচ্চিত্রটি দুটি বিভাগে এবং ‘নির্বাণ’ একটি বিভাগে অর্জন করে পুরস্কার।

এ বছর মস্কোতে চলচ্চিত্রের আসর বসতে যাচ্ছে ১৭ এপ্রিল থেকে। ৮ দিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ২৪ এপ্রিল। উৎসবে বাংলাদেশের ‘মাস্তুল’ ছাড়াও থাকছে রাশিয়া, কোরিয়া, স্পেন, আর্জেন্টিনা, জার্মান, তুরস্কসহ বিভিন্ন দেশের মোট ১১টি সিনেমা।

উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে মূল প্রতিযোগিতা বিভাগসহ  বিভিন্ন বিভাগের ছবি নিয়ে বিস্তারিত ঘোষণা করেছে উৎসব কর্তৃপক্ষ। এরপর উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেওয়ায় উচ্ছ্বসিত নির্মাতা নূরুজ্জামান। নির্মাতা বলেন, মস্কোতে ‘মাস্তুল’ মনোনীত হওয়ার বিষয়টি আগেই উৎসব কর্তৃপক্ষ ই-মেইলযোগে নিশ্চিত করেন। যে মুহূর্তটা আমার জন্য আনন্দের ছিলো। এই আনন্দ সংবাদটি ভাগাভাগি করতে ভালো লাগছে।

উৎসব কর্তৃপক্ষ ইতোমধ্যে টিম মাস্তুলকে আমন্ত্রণ জানিয়েছে। উৎসবে যোগ দিতে এপ্রিলের মাঝামাঝি সময়ে মস্কোতে যাওয়ার পরিকল্পনা আছে নির্মাতার। মস্কোতে মাস্তুল মনোনীত হওয়ার দিনে উৎসব পোস্টার শেয়ার করেছেন নির্মাতা। যে পোস্টারটি তৈরি করেছেন ধ্রুব এষ। ছবিটির ইংরেজি নাম ‘বিয়ন্ড দ্য মাস্ট’। এরই মধ্যে দেশে মুক্তির অনুমতি পেয়েছে মাস্তুল। 

‘মাস্তুল’-এ জাহাজের বাবুর্চির চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেতা ফজলুর রহমান বাবু। সিনেমাটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, শিকদার মুকিত, জুলফিকার চঞ্চল ও শিশুশিল্পী আরিফ।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত