পরকালে প্রতিদানের আশা করা

| আপডেট :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০  | প্রকাশিত :  ০১ জানুয়ারি ১৯৭০, ০৬:০০

আল্লাহতায়ালা বলেন, ‘আল্লাহর আদেশ ছাড়া কারও মৃত্যু হতে পারে না। যেহেতু তার মেয়াদ অবধারিত। কেউ দুনিয়ার প্রতিদান চাইলে আমি তাকে তাই দিই আর কেউ পরকালের প্রতিদান চাইলে আমি তাকে তাই দিই। আর অচিরেই আমি কৃতজ্ঞদের পুরস্কার-প্রতিদান দেব।’ (সুরা আলে ইমরান: ১৪৫)

শিক্ষা

১. প্রতিটি মানুষের জীবন আল্লাহর হাতে। আল্লাহ যখন যার ব্যাপারে হুকুম দেন সেই মুহূর্তেই তার মৃত্যু হয়। এতে কারও কোনো দখল নেই।

২. প্রত্যেকের জন্যই মৃত্যুর একটি সুনির্দিষ্ট সময় রয়েছে। কারও ক্ষেত্রে এর সামান্য আগ-পিছ হবে না।

৩. দুনিয়া ক্ষণস্থায়ী। তাই দুনিয়ায় কর্মের ফল প্রত্যাশা নয়। প্রকৃত ইমানদার কর্মের প্রতিদান পরকালে পাওয়ার আশা রাখবে।

৪. তবে চাওয়ার ক্ষেত্রে প্রত্যেকেই স্বাধীন। দুনিয়া বা পরকালের প্রতিদান চাওয়ার অধিকার প্রত্যেকেরই আছে। আল্লাহও সেই অনুপাতে দান করেন। তবে কেউ পরকাল চাইলে দুনিয়াতেও আল্লাহ বঞ্চিত করেন না।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত