বিদেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিলের ষড়যন্ত্রকারী রিমান্ডে

| আপডেট :  ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৯  | প্রকাশিত :  ১৯ এপ্রিল ২০২৫, ০৯:০৯

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বাতিলের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে আব্দুল্লাহ আল জুনায়েদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট।

শুক্রবার (১৯ এপ্রিল) আসামিকে চট্টগ্রামের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বগুড়া জেলা সদর উপজেলার ঠনঠনিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল্লাহ আল জুনায়েদ (২১) সিরাজগঞ্জ জেলার বাসিন্দা। তিনি বাবা-মায়ের সঙ্গে বগুড়ায় বসবাস করেন। বগুড়ায় সরকারি আজিজুল হক কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাসের পর ঢাকার উত্তরায় একটি বেসরকারি ইনস্টিটিউটে এভিয়েশন ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়েছিলেন। কিন্তু এক সেমিস্টার শেষ হওয়ার পর পড়ালেখা ছেড়ে দিয়ে বগুড়ায় চলে যান।

জানা গেছে, জুনায়েদের বিরুদ্ধে গত ১৬ ফেব্রুয়ারি নগরীর খুলশী থানায় চট্টগ্রামের একটি সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের এক ছাত্র মামলা করেন। এতে তার বিরুদ্ধে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ক্ষতিসাধন, ডিজিটাল প্রতারণা, ভীতি প্রদর্শন ও হ্যাকিংয়ের অভিযোগ আনা হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিট সূত্রে জানা গেছে, খুলশী থানায় দায়ের হওয়া মামলা তদন্তে নেমে জুনায়েদের অবস্থান শনাক্ত করা হয়। তাকে বৃহস্পতিবার গ্রেপ্তার করার পর তার কাছ থেকে ল্যাপটপ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) তাকে চট্টগ্রামে এনে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে জুনায়েদ কাউন্টার টেরোরিজম ইউনিটের হেফাজতে আছে।

মামলায় অভিযোগ করা হয়, জুনায়েদ ওই শিক্ষার্থীর ভর্তি সংক্রান্ত তথ্য ই-মেইল আইডি হ্যাক করার মাধ্যমে অথবা ল্যাপটপে বেআইনি প্রবেশের মাধ্যমে সংগ্রহ করে। একইভাবে তার ছবিও হাতিয়ে নেয়। এরপর তাকে নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর পোস্ট করে। পরবর্তীতে জুনায়েদ ওই ফেসবুক পোস্টেই শিক্ষার্থীকে তার সঙ্গে যোগাযোগের জন্য বলে, যাতে সে আর্থিকভাবে লাভবান হতে পারে।

সিএমপি থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মামলার বাদী ওই শিক্ষার্থী গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের একটি কলেজে বৃত্তিসহ ভর্তির সুযোগ পান। ১১ ফেব্রুয়ারি একটি ফেসবুক পেজে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য দিয়ে পোস্ট করা হয়, যেখানে তাকে প্রতারণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করা হয়। পরদিন যুক্তরাষ্ট্রের ওই কলেজ কর্তৃপক্ষ তার ভর্তি বাতিল করে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, জুনায়েদ ফেসবুক পেজের মাধ্যমে আরও দুটি পোস্ট দিয়ে জানায়, তার কাছে ইংল্যান্ড-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশে ভর্তির সুযোগ পাওয়া ৩০০ থেকে ৪০০ বাংলাদেশি শিক্ষার্থীর তথ্য আছে। প্রত্যেকের বিরুদ্ধে সে বিদেশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ও সংশ্লিষ্ট দূতাবাসে অভিযোগ দেওয়ার হুমকি দেয়। এসব পোস্টে সে ‘কারও প্রতি দয়া-মায়া দেখাবে না’, ‘বাংলাদেশকে কাঁদিয়ে ছাড়বে’ এ ধরনের মন্তব্যও করে।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মাহমুদা বেগম বলেন, জুনায়েদকে বগুড়া জেলার সদর উপজেলার ঠনঠনিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত