ডাস্টবিনে কুড়িয়ে পাওয়া অসুস্থ শিশুর দায়িত্ব নিলেন বিএনপি নেতা
সাভারের বংশী নদীর পাড়ের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া অসুস্থ দুই মাস বয়সী এক কন্যাশিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপি নেতা মো. খোরশেদ আলম।
বুধবার (২৩ এপ্রিল) সকালে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গিয়ে শিশুটির খোঁজখবর নেন এবং তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।
ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম জানান, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে শিশুটির করুণ অবস্থার খবর জানতে পারি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শিশুটির চিকিৎসার দায়িত্ব গ্রহণ করেছি। শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাই তার সার্জারির জন্যও প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব।’
গত ২০ ফেব্রুয়ারি সাভারের বংশী নদীর পাড়ের ময়লার ভাগার থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয় এক মানবিক নারী কামরুন্নাহার। পরে শিশুটিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানান, শিশুটির হৃদপিণ্ডে ছিদ্র রয়েছে, যার চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। সঠিক পরিচর্যার অভাবে হাসপাতালেই পড়ে ছিল সে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাজমুল হাসান অভি, ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ উদ্দিন, এনাম মেডিকেল কলেজ হাসপাতালের সিইও নাজিমউদ্দিন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
শিশুটির চিকিৎসা এবং সুস্থতার জন্য সবার সহযোগিতা কামনা করেছেন সংশ্লিষ্টরা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত