মিরপুরে ভাড়াটিয়ার ওপর বাড়িওয়ালার হামলা

| আপডেট :  ২৮ জুন ২০২৫, ০২:০৬  | প্রকাশিত :  ২৮ জুন ২০২৫, ০২:০৬

রাজধানীর মিরপুরের শাহ আলী থানাধীন গুদারাঘাট এলাকায় এক ভাড়াটিয়াকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক বাড়িওয়ালার বিরুদ্ধে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় ভাড়া সংক্রান্ত বিরোধ ও ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে এই হামলার ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর দাবি, ভাড়া নিয়ে কোনো জটিলতা না থাকলেও বাড়িওয়ালা তার ওপর ক্ষিপ্ত ছিলেন। এরই মধ্যে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তার স্ত্রীর একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ে, যা নিয়ে পারিবারিকভাবে তারা সংকটে ছিলেন।

জানা গেছে, এ ইস্যুকে কেন্দ্র করে বাড়িওয়ালা তার স্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এক পর্যায়ে বাড়িওয়ালা ও তার সহযোগীরা মিলে ভুক্তোভোগী মামুন মৃধা তার স্ত্রী নাসিমা বেগম ও মো. মোশারফের ওপর শারীরিকভাবে হামলা চালান। এতে তারা গুরুতর আহত হন এবং তাদের হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, আজকে (শুক্রবার) সন্ধ্যা সাতটার দিকে এলাকার ভূমিদস্যুর শমসেরের মেয়ের জামাই জাফর এবং তার সাথে আরও তিনজন একত্রে ভুক্তভোগীদের মারধর করে। আমরা শুধু জাফরকে চিনি বাকিদের চিনি না।

ভাড়াটিয়ারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। স্থানীয়দের অভিযোগ, ব্যক্তিগত ও রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে এ ধরনের হামলা শুধু অমানবিকই নয়, বরং ভীতিকরও। তারা এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের ক্ষমতার অপব্যবহার করতে সাহস না পায়।

এদিকে অভিযুক্তরা ঘটনা স্থলে না থাকায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাটির বিষয়ে অবগত হয়েছে এবং একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত