নোয়াখালীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

| আপডেট :  ২৬ এপ্রিল ২০২৫, ০২:২৪  | প্রকাশিত :  ২৬ এপ্রিল ২০২৫, ০২:২৪

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের দক্ষিণ চরক্লার্ক গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো—ওই গ্রামের মনু মিয়ার মেয়ে আলিশা খাতুন (৭) এবং সাইফুর রহমান মাসুদের মেয়ে পাখি আক্তার (৭)। 

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে দুই শিশু পরিবারের সদস্যদের অগোচরে পুকুরে নেমে ডুবে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে। পরে আরেক শিশুরও মরদেহ উদ্ধার করা হয়।

চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত