ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত
গাইবান্ধায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে গাইবান্ধা স্টেডিয়ামের পাশে ছুরিকাঘাতেরিএ ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক ঠান্ডা মিয়া (২৮) সদর উপজেলার গিদারী ইউনিয়নের কিশামত ফলিয়া গ্রামের আব্দুর হামিদ মিয়ার ছেলে।
শুক্রবার (২৫ এপ্রিল) গাইবান্ধা সদর থানার ওসি শাহিনুর ইসলাম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। তবে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে স্টেডিয়ামের পাশে দু-তিনজন সংঘবদ্ধ ছিনতাইকারী অটোরিকশার সামনে এসে গতিরোধ করে। এরপর চালকের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে চালককে ছুরিকাঘাত করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়সহ পথচারীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়।
সুজা মিয়া নামে স্থানীয় একজন বলেন, গাইবান্ধা স্টেডিয়ামের মৎস্য খামার বীজ উৎপাদন অফিসের ভেতরের মাঠের জঙ্গলে এসব ছিনতাইকারী নেশা করে। তবে প্রশাসন কিংবা আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখা যায় না। কয়েকদিন পরপরই শুনি এ রকম ঘটনা ঘটছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত