বরিশালে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
| আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৩
| প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৩
বরিশালের হিজলায় বজ্রপাতে ইয়ানুর বেগম (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে হিজলার গৌরাব্দি ইউনিয়নের চর কুশুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
দুই সন্তানের জননী মৃত ইয়ানুর বেগম (৩০) গৌরাব্দি ইউনিয়নের মান্দ্রার চর কুশুরিয়া গ্রামের হাবিব মাঝির স্ত্রী।
হিজলা থানার ওসি আবুল কালাম আজাদ স্থানীয়দের বরাতে বলেন, দুপুরে ওই এলাকায় আকস্মিক বজ্রপাত ঘটে। এতে ইয়ানুর বেগম অসুস্থ হয়ে পরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হিজলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলে জানান তিনি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত