দেশের সেরা ‘সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়’
জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ প্রতিযোগিতায় দেশের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার সুব্রত খাজাঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়।
‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য সামনে রেখে শনিবার (১৭ মে) ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়।
বিদ্যালয়টি ২০১১ সালে চিরিরবন্দর উপজেলার ১১ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের কুশলপুর গ্রামে প্রতিষ্ঠিত হয়। মাত্র ৩৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে এখানে শিক্ষার্থীর সংখ্যা তিন শতাধিক। ২০২৩ সালে এটি জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছিল এবং ২০২৪ সালে রংপুর বিভাগে শ্রেষ্ঠ হওয়ার পর এবার জাতীয় পর্যায়ে সেরা বিদ্যালয়ের মর্যাদা অর্জন করে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, বিদ্যালয়ের প্রবেশপথের দুই পাশে রয়েছে ফুলগাছের সারি, আঙিনায় রয়েছে শিশুদের খেলাধুলার উপকরণ, ছাদজুড়ে ফুল ও ফলের বাগান। সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত বিদ্যালয়টিতে শিক্ষার পরিবেশ উন্নয়নে সরকারি ও স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণ রয়েছে। শিক্ষার্থীদের জন্য রয়েছে দোলনা, ঢেঁকিকল, সরাৎ, ফুল ও সবজি বাগান, শহীদ মিনার, সততা স্টোর, সুসজ্জিত শ্রেণিকক্ষ ও মানচিত্র— সবকিছুই শিশুদের পাঠ ও চিত্তবিনোদনের উপযোগী করে গড়ে তোলা হয়েছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত