চট্টগ্রামে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার

| আপডেট :  ২৫ মে ২০২৫, ০১:০৬  | প্রকাশিত :  ২৫ মে ২০২৫, ০১:০৬

চট্টগ্রামের চন্দনাইশে অস্ত্রসহ জুবায়ের আরেফিন নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক, ধর্ষণচেষ্টাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। 

রোববার (২৫ মে) ভোরে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগর পাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার জুবায়ের আরেফিন উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের নগর পাড়া এলাকার মো. জাফরের ছেলে। 

জানা গেছে, সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে অভিযান চালিয়ে আসামির বাড়ি থেকে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ জুবায়ের আরেফিনকে গ্রেপ্তার করে। পরে তাকে চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়। 

চন্দনাইশ থানার ওসি মোহাম্মদ নুরুজ্জামান কালবেলাকে বলেন, সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে আসামি জুবায়ের আরেফিনের বিরুদ্ধে। মামলার পরে আদালতে সোপর্দ করা হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত