৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করল জাহেদী ফাউন্ডেশন 

| আপডেট :  ২৮ মে ২০২৫, ১০:০৯  | প্রকাশিত :  ২৮ মে ২০২৫, ১০:০৯

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ৪০০ গরু কোরবানির কর্মসূচি স্থগিত করেছে জাহেদী ফাউন্ডেশন। সন্ত্রাসী হুমকির প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

বুধবার (২৮ মে) রাজধানীর মহাখালীতে অবস্থিত সংস্থাটির কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য  জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাহেদী ফাউন্ডেশন প্রতি বছর ঝিনাইদহে অসচ্ছল পরিবারের মাঝে  রমজান মাসে খাদ্যসামগ্রী এবং কোরবানির ঈদে মাংস বিতরণ করে আসছে। ফাউন্ডেশনের এ কর্মসূচি শুধু ঝিনাইদহেই নয়, বরং সারাদেশে প্রশংসা কুড়িয়েছে। এরই ধারাবাহিকতায় এবছর রামজান মাসে প্রায় ৫০ হাজার পরিবারের মধ্যে  খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া আগামী ঈদে মাংস বিতরণের জন্য ৪০০টি গরু কোরবানির উদ্যোগ নেওয়া হয়। এরই মধ্যে গরু কেনা ও স্থানীয় কসাইদের সঙ্গে চুক্তিও করা হয়েছে। কিন্তু কর্মসূচির প্রস্তুতি চলার সময় ২৭ মে  দুপুরে ২৪/২৫টি মোটর সাইকেল যোগে প্রায় ৫০ জনের বেশী সন্ত্রাসী প্রস্তুতি স্থলে আসে। হকিস্টিকসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা মাংস বিতরণের নির্ধারিত স্থান ঝিনাইদহের  কিংশুক ইট ভাটায় মহড়া দেয়। সেসময় ডেকোরেটরের কাজ বন্ধসহ এই কর্মসূচি না করতে হুমকি দিয়ে যায়। 

এ ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে  আপাতত মাংস বিতর কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে  স্থানীয়দের প্রশাসনের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত