যুবদলের ওপর দায় চাপাল ছাত্র ইউনিয়ন 

| আপডেট :  ২৮ মে ২০২৫, ১০:৩১  | প্রকাশিত :  ২৮ মে ২০২৫, ১০:৩১

সদ্য কারামুক্ত জামায়াত নেতা এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে শাহবাগ নিয়ে মন্তব্য করেন আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজ। সে মন্তব্যকে বিতর্কিত আখ্যা দিয়ে দায় ভার যুবদলের ওপর দিয়েছে বাম সংগঠন ছাত্র ইউনিয়ন। 

বুধবার (২৮ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্র ইউনিয়ন জানায়, আবরার ফাহাদের হত্যাকাণ্ডকে সমর্থন করে মন্তব্য করা শাহরিয়ার ইব্রাহিম ছাত্র ইউনিয়নের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন। তার বক্তব্যের দায়ভার ছাত্র ইউনিয়নের নয়। ইব্রাহিমের বক্তব্য ছাত্র ইউনিয়ন সমর্থন করে না। শাহরিয়ার ইব্রাহিম এক সময় ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগর সংসদের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত জানা গিয়েছে। 

বাম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ যৌথ বিবৃতিতে শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্য প্রত্যাখান করেন।  

বিবৃতিতে আরও বলা হয়,  আবরার ফাহাদকে হত্যার পর ছাত্র ইউনিয়ন সবার আগে সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে। বিচার নিশ্চিতে রাজপথে থেকেছে। তাই শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সাংগঠনিক বক্তব্য হিসেবে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই। শাহরিয়ার ইব্রাহিমের বক্তব্যের দায়ভার শুধুমাত্র তার। তিনি এক সময় ছাত্র ইউনিয়নের সাথে সম্পৃক্ত থাকলেও বর্তমানে তিনি জাতীয়তাবাদী যুবদলের সঙ্গে সম্পৃক্ত বলে জানা গিয়েছে। ইব্রাহিমের বক্তব্যকে ছাত্র ইউনিয়নের সঙ্গে গুলিয়ে ফেলার সুযোগ নেই। আমরা ইব্রাহিমের বক্তব্যের নিন্দা জানাই।

একই সঙ্গে ছাত্র ইউনিয়ন, এটিএম আজহারের মুক্তিকে কেন্দ্র করে আবরার ফাহাদের ছোটভাই আবরার ফাইয়াজের মন্তব্যকে নিন্দনীয় বলেও মন্তব্য করেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত