বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতার পদত্যাগ

| আপডেট :  ২৯ মে ২০২৫, ১১:৩৫  | প্রকাশিত :  ২৯ মে ২০২৫, ১১:৩৫

খুলনার কয়রা উপজেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক গোলাম রব্বানী পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (২৯ মে) খুলনা জেলা আহ্বায়কের কাছে পাঠানো এক পদত্যাগপত্রে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। 

পদত্যাগপত্রে গোলাম রব্বানী উল্লেখ করেছেন, তিনি এতদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়রা উপজেলার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন এবং ব্যক্তিগত কারণে এই পদ থেকে পদত্যাগ করছেন। তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছেন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত