সেনা অভিযানে মাদক-অস্ত্র উদ্ধার, নারীসহ আটক ৯
বগুড়া শহরের চকসূত্রাপুর হরিজন কলোনিতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টার দিকে শেষ হওয়া এ অভিযান শেষ করা হয়।
এর আগে গতকাল বুধবার রাত ২টা থেকে অভিযান শুরু হয়। প্রায় ২ কিলোমিটার এলাকার শতাধিক বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশীয় অস্ত্র ও টাকা উদ্ধার করা হয়। এ সময় একজন নারী মাদক ব্যবসায়ীসহ ৯ জনকে আটক করা হয়।
আটকরা হলেন- শহরের চকসূত্রাপুর চামড়াপট্টির শামসুল হক চঞ্চল, মুকুল ইসলাম, আল আমিন, নূর মোহাম্মদ মন্টি, হালিম ইসলাম, সালাম, মিরাজুল শেখ, মো. অপু ও মোসা. হেনা। উদ্ধার করা মাদক ও অস্ত্রের মধ্যে রয়েছে— ২ হাজার ২০০ বোতল বাংলা মদ, সাড়ে পাঁচ কেজি গাঁজা, ১৪ পুরিয়া হেরোইন, মাদক বিক্রির ৮৫ হাজার ৩২৭ টাকা, ছয়টি অ্যান্ড্রয়েড ফোন, চারটি বাটন ফোন, একটি ক্যামেরা, ছয়টি রামদা, চারটি চাকু ও একটি হাঁসুয়া।
অভিযান সূত্রে জানা যায়, সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে কয়েক ধাপে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার প্রায় প্রতিটি বাড়ি থেকেই কমবেশি মাদকদ্রব্য উদ্ধার হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা বাড়িতে তালা দিয়ে সটকে পড়েন। পরে সেনাসদস্যরা তালা ভেঙে উদ্ধার করেন মাদকদ্রব্য। এরপর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আটকদের বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।
বগুড়া সদর থানার ওসি হাসান বাসির কালবেলাকে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে সেনাবাহিনীর অভিযানে মাদ্রকদ্রব্য উদ্ধার হওয়ায় শহরের বাসিন্দাদের মনে স্বস্তি ফিরে এসেছে। কারণ মাদকের অন্যতম স্পট শহরের এই চকসূত্রাপুর। এখান থেকে পুরো শহরে মাদক সরবরাহ করা হতো। শহরের হাড্ডিপট্টি এলাকার বাসিন্দা জুম্মান শেখ বলেন, এর আগে কেউ কোনোদিন চকসূত্রাপুর হরিজন কলোনিতে অভিযান চালাতে সাহস পায়নি। কিন্তু এবার সেনাবাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালিয়ে মাদকের আস্তানা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এই ধারা অব্যাহত রাখলে শহর সহজেই মাদকমুক্ত হবে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত