পুলিশের সঙ্গে অনেক তিক্ত অভিজ্ঞতা আছে : বাঁধন

| আপডেট :  ০৫ জুন ২০২৫, ০৫:২৮  | প্রকাশিত :  ০৫ জুন ২০২৫, ০৫:২৮

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। প্রথমবারের মতো ঈদে বড় পর্দায় আসছেন তিনি। নির্মাতা সানি সানোয়ারের পরিচালনায় ‘এশা মার্ডার : কর্মফল’- পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। বুধবার (৪ জুন) এফডিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সিনেমাটির ট্রেলার প্রকাশ করা হয়। সেখানে তিনি ছবিতে নিজের কাজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন।  

বাঁধন বলেন, ‘পুলিশের সঙ্গে আমার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে। যেই অভিজ্ঞতার কথা বলে শেষ করা যাবে না। তবে পরবর্তীতে তাদের সম্পর্কে আমার ধারণা বদলেছে। বোঝার চেষ্টা করেছি তাদের বিষয়ে। এরপর প্রথমবারের মত পুলিশের চরিত্রে অভিনয় আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল। তবে আমরা সবাই মিলে গল্পটি দারুণভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি হলে গিয়ে দর্শক সিনেমাটি দেখবেন।’

সিনেমায় বাঁধন ছাড়াও অভিনয় করেছেন, পূজা এগনেস ক্রুজ, ফারুক আহমেদ, শরীফ সিরাজসহ অনেকে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত