সদস্যপদ নবায়ন কার্যক্রম গতিশীল করতে বৈঠক বিএনপির

| আপডেট :  ০৩ জুলাই ২০২৫, ০১:৩৮  | প্রকাশিত :  ০৩ জুলাই ২০২৫, ০১:৩৮

বিএনপির প্রাথমিক সদস্যপদ নবায়ন এবং প্রাথমিক সদস্য ফরম বিক্রয়ের কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দেশের সকল বিভাগের টিমের সঙ্গে বৈঠক করেছে দলটি।

বুধবার (০২ জুলাই) দুপুরে রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের জন্য গঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির কোষাধ্যক্ষ ও দলের প্রাথমিক সদস্যপদ নবায়ন কার্যক্রমের জন্য গঠিত কমিটির সদস্যসচিব এম রশিদুজ্জামান মিল্লাত, নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক, হাবিবুর রশীদ হাবিব, আকরামুল হাসান মিন্টু, একরামুল হক বিপ্লব, মশিউর রহমান বিপ্লব, তারিকুল আলম তেনজিং (দপ্তরে সংযুক্ত), ফজলুর রহমান খোকন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ প্রমুখ।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত