অর্থ সংকটে বাতিল কিংবদন্তি জনসনের মিট

| আপডেট :  ১৩ জুন ২০২৫, ১০:২৭  | প্রকাশিত :  ১৩ জুন ২০২৫, ১০:২৭

আর্থিক জটিলতায় অ্যাথলেটিক্স গ্র্যান্ডস্লাম ট্র্যাকের ফাইনাল লেগ বাতিল করা হয়েছে। উদ্বোধনী সিজনের চতুর্থ ইভেন্ট ২৭-২৯ জুন লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ আয়োজনের পৃষ্ঠপোষক অলিম্পিক কিংবদন্তি মাইকেল জনসন।

সাবেক স্প্রিন্টার জনসন বৃহস্পতিবার বলেছেন, ‘গত এক বছরে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে। বিশ্বের প্রধান ট্র্যাক লিগ হিসেবে আমাদের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের মনোযোগ এখন ২০২৬ সালের দিকে।’

সিজন শুরু হয়েছিল অ্যাথলেটিক্সের তীর্থ ভূমি খ্যাত জ্যামাইকার রাজধানী কিংস্টনে, যেখানে টিকিট বিক্রি কম থাকায় এ আসর আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরবর্তী সময়ে মিয়ামি ও ফিলাডেলফিয়া শহরে ইভেন্ট অনুষ্ঠিত হয়। ড্রেক স্টেডিয়ামে চূড়ান্ত ইভেন্ট বাতিল করা হলো। আয়োজকরা এ পর্যন্ত অনুষ্ঠিত তিনটি মিটকে সফল বলে মনে করছেন। জানা গেছে, দ্বিতীয় সিজনে অর্থায়নের জন্য নতুন বিনিয়োগকারী ঘোষণা করা হবে।

এ প্রসঙ্গে চারবারের অলিম্পিক স্বর্ণজয়ী ৫৭ বছর বয়সী মাইকেল জনসন বলেছেন, ‘পেশাদার ট্র্যাক রেসিংকে নতুন করে সাজানোর একটি সাহসী উদ্যোগ নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। এ পর্যন্ত যা অর্জন করেছি, তাতে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত।’ তিনি আরও বলেন, ‘শুরু থেকেই বলেছিলাম আমরা শিখব, সমন্বয় করব এবং উন্নতি করতে থাকব। কখনো কখনো আমাদের এমন পদক্ষেপ নিতে হয় যা অস্বস্তিকর। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিগের ভবিষ্যৎ এবং স্থায়িত্ব।’

এ প্রতিযোগিতায় ব্রিটিশ অলিম্পিক স্প্রিন্টার ড্যারিল নেইটা, ম্যাথু হাডসন-স্মিথ এবং ১৫০০ মিটারে বিশ্বচ্যাম্পিয়ন জশ কেরের মতো অনেক প্রতিষ্ঠিত ক্রীড়াবিদ অংশ নিয়েছিলেন। পুরুষ ও নারী প্রতিযোগীদের ছয়টি বিভাগে ভাগ করা হয়েছে

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত