জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাইলেন আ.লীগ নেতা
সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতের এমপি প্রার্থী জয়নাল আবদীনের পক্ষে ভোট চেয়েছেন কালা মিয়া নামে এক আওয়ামী লীগ নেতা।
গত বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উত্তর রণিখাই ইউনিয়নের বেকিমোড়া পাড় এলাকায় এক বৈঠকে ভোট চান তিনি। এ সময় ধারণ করা ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
কালা মিয়া উপজেলার উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সদস্য।
ভিডিওতে দেখা গেছে, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট-৪ আসনের এমপি প্রার্থী জয়নাল আবেদীনের পাশে বসে আছেন কালা মিয়া। পরে বক্তব্য তিনি বলছেন, ‘আওয়ামী লীগ সরকার যদি আবার আসতে চায় তাহলে ১০ থেকে ১৫ বছরের আগে সম্ভব না। আমাদের চেয়ারম্যান সাহেব (জয়নাল আবেদীন) এবার এমপি পদপ্রার্থী হইছেন। যদি পাস করেন, এলাকার মানুষের মূল্যায়ন হবে। আর যদি নাও পারেন, তবু এমপি প্রার্থী হিসেবে মূল্যায়ন পাবেন।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই আমাদের সেন্টারে জামায়াত ফিফটি ভোট পাক, আর বিএনপি ফিফটি পাক। তারা আগে পায়নি, এবার যেন পায়। ফিফটি ফিফটি করেই হোক।’ এ ছাড়া বক্তব্য দেওয়ার সময় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে নিয়েও মন্তব্য করেন কালা মিয়া। তাদের সম্পর্কে সংশয় প্রকাশ করে তিনি বলেন, ‘এরা কতটা সিট পাবে, তা নিজেরাও জানে না।’
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা কালা মিয়া বলেন, আমি তো ভোট চাইছি না, আমাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছিলেন তাই বললাম, আমরা তো নির্যাতিত, আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, আমাদের ওপর নির্যাতন হচ্ছে, জয়নাল ভাইকে বলেছি আপনি যদি বিচার করতে পারেন তবে জামায়াতকে ভোট দেব।
এ সময় তিনি আরও বলেন, আমার জামায়াতে ইসলামতে যোগদান করার ইচ্ছা আছে।
কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফয়জুর রহমান বলেন, সেদিন আমার ছোট ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে যাই। সেখানে আরও মানুষ ছিল। এ সময় কালা মিয়া জামায়াতের পক্ষে ভোট চান, কে বা কারা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে। কালা মিয়া জামায়াতে যোগ দেননি।
এ বিষয়ে জানতে ফোন করলেও জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীন ফোন রিসিভ করেননি।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত