এনবিআরের রাজস্ব সভায় ডোনাল্ড ট্রাম্প-ইলন মাস্ক!

| আপডেট :  ১৫ জুন ২০২৫, ০৬:৫৭  | প্রকাশিত :  ১৫ জুন ২০২৫, ০৬:৫৭

প্রতি মাসে রাজস্ব আহরণের অগ্রগতি নিয়ে বৈঠক করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৈঠকে সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা অংশ নিয়ে থাকেন। কেউ নামে বা কেউ বা সংশ্লিষ্ট কমিশনারেটের নাম ব্যবহারের মাধ্যমে ভার্চুয়াল বৈঠকে যুক্ত হয়ে থাকেন। 

টানা ছুটি শেষে রোববার (১৫ জুন) এনবিআর চেয়ারম্যানের নেতৃত্বে আয়কর অনুবিভাগের মিটিং হয়েছে। তবে এই মিটিংয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের নাম ব্যবহার করে কেউ কেউ বৈঠকে যুক্ত হয়েছেন। তবে এর বাইরে তেজগাঁও ডিম ব্যবসায়ী সমিতি, মায়ের দোয়া স্যনিটারিসহ বিভিন্ন নাম দেখা গেছে। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত