শৌচাগারে ঢুকে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

| আপডেট :  ২১ জুন ২০২৫, ১২:০৯  | প্রকাশিত :  ২১ জুন ২০২৫, ১২:০৯

কুমিল্লার দেবীদ্বার উপজেলার বাগুর এলাকার এক মাদ্রাসার শৌচাগারে ঢুকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে আরাফাত রহমান (১৪) নামে এক শিক্ষার্থী।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস স্টেশন সংলগ্ন দেবীদ্বার উপজেলার বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

নিহত আরাফাত রহমান দেবীদ্বার উপজেলার বাগমারা গ্রামের সোহেল রানার ছেলে এবং ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে স্থানীয় মসজিদে আসরের নামাজ আদায় করে আরাফাত রহমান। নামাজ শেষে সে মাদ্রাসা থেকে রশি নিয়ে মাদ্রাসার শৌচাগারে যায়। বেশ কিছুক্ষণ সে শৌচাগার থেকে বের না হওয়ায় সহপাঠিরা শৌচাগারের সামনে গিয়ে তাকে ডাকাডাকি করে এবং দরজা ধাক্কা দেয়। তারপরও তার কোন সারাশব্দ না পেয়ে বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষকে জানায়। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ শৌচাগারের দরজা ভেঙ্গে দেখতে পায় আরাফাত রহমান ভেন্টিলেটরের সঙ্গে রশি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়েছে। তাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দেবীদ্বার থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ তাসকিন জানান, আমরা চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করি। প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলে প্রতীয়মান হয়েছে। তারপরও ময়নাতদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, আমরা নিহতের পরিবারের সঙ্গে কথা বলে যতটুকু জেনেছি, নিহত কিশোর হেফজ বিভাগের ছাত্র। পড়ার চাপ সহ্য করতে না পেরে এর আগেও মাদ্রাসা থেকে বের হয়ে একাধিকবার নিখোঁজ হয়। ধারণা করা হচ্ছে পড়ার চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছে।

এদিকে জান্নাতুল মা’ওয়া ইন্টারন্যাশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাজহারুল হক সিরাজীর সঙ্গে মোবাইল ফোনে একাধিবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত