পদ্মায় ইলিশ রক্ষার অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে মা ইলিশ রক্ষার অভিযানে গিয়ে দুটি আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা নদী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার চারজন হলেন- রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের কাচন্দপুর গ্রামের আবু বক্কর মুন্সীর ছেলে মো. জীবন্ত মুন্সী (২০), একই এলাকার মো. আজাদ শেখের ছেলে মো. নাজির উদ্দিন শেখ (১৯), পাবনা আমিনপুর উপজেলার ধারাই গ্রামের মো. রহমত সরদারের ছেলে মো. রশিদ সরদার (৫৫) ও একই উপজেলার ঢালারচর গ্রামের মো. আনছার মোল্লার ছেলে মো. খায়রুল মোল্লা (২৩)।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা কার্যকর করতে সেনাবাহিনী, নৌ-পুলিশ, মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে যৌথবাহিনী পদ্মা নদীতে নিয়মিত অভিযান পরিচালনা করছিল। এ সময় গোয়ালন্দ অন্তর মোড় এলাকা থেকে রাখালগাছিগামী একটি ইঞ্জিনচালিত ট্রলার মাঝ নদীতে থামিয়ে মা ইলিশ উদ্ধারের জন্য তল্লাশি করা হয়। তবে ট্রলারে ইলিশ না থাকলেও একটি ব্যাগে একটি রাইফেল ও পিস্তল পাওয়া যায়। পরে আগ্নেয়াস্ত্র বহনের দায়ে ওই ট্রলার থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব বলেন, যৌথ অভিযানে অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপলিশ পরিদর্শক (এসআই) মো. ছগির মিয়া বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে আসামিদের গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করেছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত