বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা জাপানের

| আপডেট :  ২২ জুন ২০২৫, ১২:২৬  | প্রকাশিত :  ২২ জুন ২০২৫, ১২:২৬

বাংলাদেশে সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যশা করেছে জাপান। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে এ প্রত্যাশার কথা জানান দেশটির রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

রোববার (২২ জুন) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের, নায়েবে আমির আনম শামসুল ইসলাম, নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন প্রমুখ।

এর আগে জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। ঘণ্টাব্যাপী এই বৈঠকে বিগত ফ্যাসিবাদ আমলে জামায়াতের নেতাকর্মীদের ওপর কীভাবে নির্যাতন করা হয়েছে, অফিস বন্ধ করা হয়েছে, নেতাদের ফাঁসিসহ বিভিন্ন জুলুম নির্যাতন, আয়নাঘরসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে।

এ ছাড়া শিল্প-বাণিজ্য ব্যবসায় কীভাবে দুদেশ দ্বিপাক্ষিকভাবে কাজ করবেন বা লাভবান হবে সেসব বিষয়ে কথা হয়েছে।  

এ বিষয়ে দ্রুতই দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে জানান জামায়াতে ইসলামীর ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত