হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কর্মসূচি ঘোষণা

| আপডেট :  ২৭ জুন ২০২৫, ১০:৫৫  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৫, ১০:৫৫

রাজধানীর খিলক্ষেতে সার্বজনীন দুর্গা মন্দির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া, যশোরের অভয়নগরে বর্বরোচিত হামলা, প্রশাসনে ধর্মীয় সংখ্যালঘু কর্মকর্তাদের বিরুদ্ধে কথিত প্রতিশোধমূলক আচরণসহ সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং এর অঙ্গ সংগঠনগুলো।

শনিবার (২৮ জুন) রাজধানীসহ সারা দেশের জেলা ও উপজেলা পর্যায়ে এই কর্মসূচি পালিত হবে।

ঢাকায় এ দিন বেলা ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ জুন) বিকেলে গণমাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত