ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতির ওপর হামলা

| আপডেট :  ২৭ জুন ২০২৫, ০৯:০৮  | প্রকাশিত :  ২৭ জুন ২০২৫, ০৯:০৮

রাজধানীর আজিমপুর সরকারি অফিসার্স কোয়ার্টার এলাকায় ইডেন কলেজ সাংবাদিক সমিতির আহ্বায়ক স্মৃতি আক্তারের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (২৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, স্মৃতি আক্তার ও মৌ নামের এক সহপাঠী তাদের এক বন্ধুর সঙ্গে ওই এলাকায় অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ করে কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাদের ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তারা স্মৃতির সঙ্গে থাকা বন্ধুর ওপর শারীরিকভাবে হামলা চালায়। বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে স্মৃতি আক্তার নিজেও হামলার শিকার হন।

ঘটনা প্রসঙ্গে স্মৃতি আক্তার বলেন, ‘আমাদের কলেজের কাছাকাছি এমন একটি এলাকায় এ ধরনের ঘটনার শিকার হবো, কখনো কল্পনাও করিনি।’

স্মৃতি আক্তার দীর্ঘদিন ধরে শিক্ষাঙ্গনে অনিয়ম, হয়রানি ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। হামলার পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য, ব্যক্তিগত বিরোধ, নাকি অন্য কোনো কারণ রয়েছে- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় ইডেন কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে স্মৃতি আক্তার রাজধানীর লালবাগ থানায় একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত