তিনবার সংসার ভাঙলেও এখনো বিয়েতে বিশ্বাসী শ্রাবন্তী

| আপডেট :  ২৮ জুন ২০২৫, ০৫:৪৬  | প্রকাশিত :  ২৮ জুন ২০২৫, ০৫:৪৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের কাজের থেকেও বেশি সমালোচনায় আসেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। এখন পযর্ন্ত তিনবার বিয়ে ভেঙেছে এই অভিনেত্রীর। সম্পর্কের প্রতি তার বিশ্বাস এখনো অটুট। শুধু তাই নয়, এখনো বিয়েতে বিশ্বাস রাখেন তিনি। সম্প্রতি ফিভার এফএমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বললেন শ্রাবন্তী। 

সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, আমি এখনো বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি আমার বাবা-মাকেও দেখেছি। আমি মনে করি, যারা বিয়ে করছেন, তারা ভালো থাকুন। তাদের যেন একে অপরের প্রতি স্বচ্ছতাটা বজায় থাকে। কেন বিয়ে করবে না? এটি তো আমরা বহু বছর ধরে দেখে আসছি।

অভিনেত্রী আরও বলেন, জীবন একটাই, তাই লোকে কী বলছে না বলছে সেটি নজর দেওয়া উচিত নয়। নিজের মন যেটি বলছে, যেটি করলে আমার ধারণা আপনার ভালো হবে, সেটিই করা উচিত। 

তিনি আরও বলেন, কারণ কেউ পুরোপুরি কারও জায়গাটা অনুভব করতে পারবে না। তাই নিজেকেই নিজের ভালোবাসা উচিত সবার আগে।

তবে সাক্ষাৎকারে নিজের বিয়ে, প্রেম বা সংসার নিয়ে কথা বলেননি শ্রাবন্তী। সম্পূর্ণ ফোকাস রেখেছিলেন বর্তমান কাজ নিয়ে।

কোনো বৈবাহিক সম্পর্কই স্থায়িত্ব হয়নি। কোথায় তবে ভুল ছিল? এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রীর শ্রাবন্তী বলেন, আমার যেটি ভুল ছিল- আমি জীবনে ভুল মানুষ বেছে নিয়েছিলাম, যেটি হয়তো আমার আরও ভালো করে বুঝে নিয়ে করা উচিত ছিল।

এ বিষয়ে অভিনেত্রী আরও বলেন, আসলে আমি তো খুব ইমোশানল একজন মানুষ। সেখানে আমার মনে হয়, আবেগে না ভেসে, আরও বাস্তব বুদ্ধি দিয়ে জীবনটাকে দেখা উচিত ছিল। তিনি বলেন, আমি বলব, নিজের ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি নিজের সম্মানটা যেখানে বজায় থাকবে, সেখানে এগিয়ে যাওয়া উচিত।

প্রসঙ্গত শ্রাবন্তী ১৮ বছর বয়সের আগেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন। তাদের একটি ছেলে রয়েছে, নাম ঝিনুক ওরফে অভিমন্যু। ২০১৬ সালে রাজীবের সঙ্গে তাদের বিচ্ছেদ হয়। এরপর শ্রাবন্তী আবার প্রেমে পড়েন এবং কৃষাণ ব্রিজের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করেন। কিন্তু এই বিয়ে মাত্র এক বছর স্থায়ী হয়। পরে তিনি তৃতীয়বার বিয়ে করেন রোশন সিংকে। তারা একটি গুরুদ্বারায় গোপনে বিয়ে করেন। কিন্তু বছর পেরোনোর আগেই তাদের মধ্যে সমস্যা শুরু হয়। শ্রাবন্তী ও রোশনের মধ্যে বিচ্ছেদ ঘটে এবং চলতি বছরের এপ্রিলে তারা আইনিভাবে আলাদা হন।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত