নিখোঁজ সেই এইচএসসি পরীক্ষার্থী উদ্ধার

| আপডেট :  ৩০ জুন ২০২৫, ০২:১৭  | প্রকাশিত :  ৩০ জুন ২০২৫, ০২:১৭

এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হওয়া মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মারিয়াকে (ছদ্মনাম) রাজধানীর সাভার এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার (২৯ জুন) দিবাগত রাতে তাকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব।

এর আগে শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে পরীক্ষা দিতে বের হয়েছিলেন মারিয়া। দুপুর ১টার মধ্যে পরীক্ষার সময় শেষ হওয়ার কথা থাকলেও তিনি আর বাড়ি ফেরেননি। দীর্ঘ সময় তার খোঁজ না মেলায় উদ্বিগ্ন পরিবার পরীক্ষা কেন্দ্রে যোগাযোগ করে জানতে পারে, মারিয়া সেদিন কেন্দ্রেই উপস্থিত ছিলেন না। পরে সন্ধ্যায় ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন মারিয়ার বাবা।

ঘটনার পরপরই তদন্তে নামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান শনিবার বলেছিলেন, ‘আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছি।’

অবশেষে র‍্যাব-৪-এর তৎপরতায় মারিয়াকে সাভার এলাকা থেকে উদ্ধার করা হয়।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত