মিরাজের নেতৃত্বে প্রথম ম্যাচে কেমন হবে বাংলাদেশের একাদশ?
সিনিয়রদের অনুপস্থিতিতে এক নতুন যাত্রায় নামছে বাংলাদেশ। কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে দিয়েই শুরু হচ্ছে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব অধ্যায়।
সাকিব আল হাসান নেই, বিদায় নিয়েছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ। সেই শূন্যতা পূরণে দায়িত্ব উঠেছে তরুণদের কাঁধে। মিরাজের নেতৃত্বে এই সিরিজ দিয়ে দল নতুন করে গুছিয়ে নিতে চায় বাংলাদেশ—২০২৭ বিশ্বকাপ সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সফরকে।
একাদশে নতুন চেহারা
লিটন দাস চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও এ সিরিজে একাদশে ফিরছেন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার পাচ্ছেন নাঈম শেখও। তিনি ওপেন করতে নামলে শান্ত ব্যাট করবেন তিনে বা চারে। যদিও এই পজিশনে এখনো পুরোপুরি অভ্যস্ত নন বাঁহাতি এই ব্যাটার।
মিডল অর্ডারে দেখা যেতে পারে তাওহীদ হৃদয় ও উইকেটকিপার ব্যাটার জাকের আলীকে। মিরাজ নিজেও চারে না নেমে ছয়ে খেলতে পারেন, যা দলের ভারসাম্য রক্ষায় সহায়ক হতে পারে।
স্পিন-পেসের মিশেলে সাজানো আক্রমণ
স্পিন আক্রমণে মিরাজের সঙ্গে থাকার কথা রিশাদ হোসেনের, যিনি সাদা বলের ক্রিকেটে কার্যকর বোলার হিসেবে নিজেকে প্রমাণ করছেন। তবে ম্যাচের আগে অসুস্থতায় রিশাদকে নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তিনি খেলতে না পারলে বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে সুযোগ দেওয়া হতে পারে।
কলম্বোর উইকেট সাধারণত স্পিনারদের সহায়তা করে। তবে লঙ্কান অধিনায়ক চারিথা আশালঙ্কা মনে করছেন, এটি হতে পারে ব্যাট-বলের ভারসাম্যপূর্ণ উইকেট। সেই বিবেচনায় বাংলাদেশ তিন পেসার নিয়ে নামতে পারে—তাসকিন আহমেদ ইনজুরি কাটিয়ে ফিরছেন, সঙ্গে থাকবেন মুস্তাফিজুর রহমান ও উদীয়মান পেসার নাহিদ রানা।
লঙ্কান শিবিরেও পরীক্ষা-নিরীক্ষা
শ্রীলঙ্কার ওপেনিংয়ে পাথুম নিশাঙ্কার সঙ্গী হিসেবে খেলতে পারেন আভিস্কা ফার্নান্দো বা নিশান মাদুশকা—চূড়ান্ত সিদ্ধান্ত ম্যাচের দিন। বোলিং বিভাগে অভিজ্ঞদের উপর ভরসা করছে লঙ্কানরা। মহেশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গার ঘূর্ণি আক্রমণে যুক্ত হচ্ছেন এসান মালিঙ্গা ও সম্ভাব্যভাবে দিলশান মাদুশাঙ্কা।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
লিটন দাস, তানজিদ তামিম, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী (উইকেটকিপার), তানভীর ইসলাম/রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।
শ্রীলঙ্কার সম্ভাব্য একাদশ:
নিশান মাদুশকা/আভিস্কা ফার্নান্দো, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিথা আশালঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, দুনিথ ভেল্লালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহেশ থিকসানা, এসান মালিঙ্গা, দিলশান মাদুশাঙ্কা।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত