পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই, এসআই প্রত্যাহার

| আপডেট :  ০৮ জুলাই ২০২৫, ০৯:৪৩  | প্রকাশিত :  ০৮ জুলাই ২০২৫, ০৯:৪৩

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক (এসআই) সঞ্জীব পালকে প্রত্যাহার করা হয়েছে। 

সোমবার (৭ জুলাই) তাকে চকরিয়া থানা থেকে কক্সবাজার জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের দক্ষিণ পাহাড় এলাকার গ্রেপ্তারি পরওয়ানাভুক্ত মামলার আসামি সাজ্জাদ হোসেনকে (২৫) মালুমঘাট থেকে গ্রেপ্তার করেন এসআই সঞ্জীব পাল। গ্রেপ্তারের পর থানায় নিয়ে যাওয়ার জন্য সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় তার আত্মীয়-স্বজন পুলিশের ওপর হামলা চালিয়ে সাজ্জাদকে ছিনিয়ে নিয়ে যায়।

প্রত্যাহার হওয়া এসআই সঞ্জীব পাল কালবেলাকে বলেন, আসামিকে গ্রেপ্তার করে সিএনজিচালিত অটোরিকশায় ওঠানোর সময় তার আত্মীয়-স্বজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনার পর আমাকে প্রত্যাহার করা হয়েছে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, রোববার রাতে পুলিশ সদস্যদের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় এসআই সঞ্জীব পাল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে এবং আর পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। এ ঘটনায় তাকে প্রত্যাহার করা হয়েছে। 

তিনি বলেন, আসামিকে ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত