জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাত গ্রেপ্তার

| আপডেট :  ১১ জুলাই ২০২৫, ১২:৩১  | প্রকাশিত :  ১১ জুলাই ২০২৫, ১২:৩১

রাজধানীর ধানমন্ডি থেকে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত কে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহষ্পতিবার (১০ জুলাই) মধ্যরাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ (দুদক)-এর করা এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।  

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

অধ্যাপক ড. আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। ২০০৯ সালে তিনি রাষ্ট্রয়াত্ব ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতিও ছিলেন। পতিত আওয়ামী লীগ সরকারের অতি ঘনিষ্ঠজন হিসেবে তার পরিচিতি রয়েছে।
 

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত