মেঘনা নদীতে ভাসছিল অর্ধগলিত যুবকের মরদেহ

| আপডেট :  ১২ জুলাই ২০২৫, ০৭:২৪  | প্রকাশিত :  ১২ জুলাই ২০২৫, ০৭:২৪

চাঁদপুরের হাইমচরের মেঘনা নদীতে ভাসছিল অর্ধগলিত এক যুবকের (৩০) মরদেহ। পরে তা উদ্ধার করা হয়।

শনিবার (১২ জুলাই) ভোরে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশ। 

তথ্যটি কালবেলাকে নিশ্চিত করেছেন নীলকমল নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কংকন কুমার বিশ্বাস। 

কংকন কুমার জানান, যুবকের মরদেহটি নীলকমল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক উকিলকান্দি গ্রামের পূর্ব পাশে মেঘনা নদীতে ভাসমান অবস্থায় দেখা যায়। যার বয়স আনুমানিক ৩০ বছর। পরে অজ্ঞাতনামা ওই পুরুষের লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে।

তিনি আরও জানান, অজ্ঞাতনামা লাশ শনাক্ত করার চেষ্টা অব্যাহত আছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লাশের ঠিকানা পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত