জামায়াতের সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ

| আপডেট :  ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৫  | প্রকাশিত :  ১৩ জুলাই ২০২৫, ০৪:৪৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাবেশে ইসলামী আন্দোলনকে আমন্ত্রণ জানানো হয়েছে। রোববার (১৩ জুলাই) আমন্ত্রণ জানানো হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের আমির মো. নূরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসে ১৯ তারিখ অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশের দাওয়াত পত্র নিয়ে গমন করেন।’

১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর এ রাজনৈতিক সমাবেশ হবে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত