আবারও ব্যর্থ সাকিব, টানা দ্বিতীয় হার দুবাইয়ের
গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে ব্যাটে-বলে ঝড় তুলেছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচে তার ৫৭ রানের অপরাজিত ইনিংস আর ৪ উইকেটের ম্যাজিক্যাল স্পেলে সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ধ্বংস করে জয় পেয়েছিল দুবাই ক্যাপিটালস। তবে এরপরই যেন সব উল্টো পথে হাঁটছে সাকিবের জন্য।
দ্বিতীয় ম্যাচে ব্যাটে-বলে নিস্তেজ থাকার পর এবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষেও হতাশাজনক পারফরম্যান্স দেখালেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
আজকের ম্যাচে গায়ানা প্রথমে ব্যাট করে ১৩৮ রানের লক্ষ্য দেয়। দলের হয়ে মঈন আলির ৩৮ বলে ৪০ এবং শেরফান রাদারফোর্ডের ২৩ বলে ৩৩ রানের ইনিংস দলকে চ্যালেঞ্জিং স্কোরে পৌঁছে দেয়। দুবাইয়ের বোলিংয়ে কালিম সানা নেন ৪টি উইকেট, পাশাপাশি ডমিনিক ড্রেকস, গুলবাদিন নাইব ও কাইস আহমেদ নেন একটি করে উইকেট।
বল হাতে সাকিব ৪ ওভার বোলিং করে দেন মাত্র ২১ রান; কিন্তু কোনো উইকেটের দেখা পাননি। এরপর ব্যাটিংয়ে নামলেও নিজের সেরাটা দিতে ব্যর্থ হন। মাত্র ৫ বলে ৪ রান করে মঈন আরির শিকার হয়ে ফেরেন তিনি।
দলের অন্যান্য ব্যাটারের অবস্থাও ছিল যাচ্ছেতাই। দুই অঙ্কের কোটা পার করতে পেরেছেন মাত্র তিনজন—সেদিকউল্লাহ আতাল (২৫), নিরোশান ডিকওয়েলা (২৬) এবং কাইস আহমেদ (১০)। শেষ পর্যন্ত ৮১ রানে গুটিয়ে যায় দুবাই ক্যাপিটালস, হেরে যায় ৫৭ রানের বিশাল ব্যবধানে। গায়ানার পক্ষে ইমরান তাহির ছিলেন বিধ্বংসী, নেন ৪টি উইকেট।
অথচ দুর্দান্ত শুরুর পর এমন ধারাবাহিক ব্যর্থতা সাকিবের জন্য যেমন হতাশার, তেমনি তার দলের জন্যও বড় ধাক্কা। প্রথম ম্যাচে দারুণ পারফর্ম করে শীর্ষে উঠে আসা দলটি এখন নেমে গেছে চতুর্থ স্থানে। তিন ম্যাচে তাদের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট, নেট রান রেটও ঋণাত্মক (-০.৯৭১)।
অন্যদিকে, গায়ানা তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে।
- সর্বশেষ খবর
- সর্বাধিক পঠিত