যশোরে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা

| আপডেট :  ১৬ জুলাই ২০২৫, ০১:৩১  | প্রকাশিত :  ১৬ জুলাই ২০২৫, ০১:৩১

যশোরের অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় আগুনে ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারকে সহায়তা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (১৫ জুলাই) জিওসি ৫৫ পদাতিক ডিভিশন এবং যশোরের এরিয়া কমান্ডার, যশোরের মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মেরামত/পুনঃনির্মাণ করা ঘরবাড়ি ও প্রয়োজনীয় আসবাবপত্র হস্তান্তর করেন।

গত ২২ মে সংঘর্ষের জেরে অজ্ঞাতনামা ব্যক্তিরা ১৪টি পরিবারের ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। পরে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি মেরামত/পুনঃনির্মাণ ও প্রয়োজনীয় আসবাবপত্র প্রদানের উদ্যোগ গ্রহণ করে। গত ১২ জুলাই কাজ সম্পন্ন হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং সেনাবাহিনী শান্তি ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত রয়েছে।

  • সর্বশেষ খবর
  • সর্বাধিক পঠিত